Wellcome to National Portal
Main Comtent Skiped

Our achievements

আমাদের অর্জনসমূহ

১. ফ্রুট ব্যাগিং ব্যবহার করে নিরাপদ পদ্ধতিতে ফল উৎপাদন

২. ভার্মি কম্পোষ্ট, কুইক কম্পোষ্ট ও কেঁচো কম্পোষ্ট ব্যবহার

৩. ভূট্টার উৎপাদন বৃদ্ধি

৪. এক ফসলী জমি দুই ফসলে এবং দুই ফসলী জমি তিন ফসলে রুপান্তর

৫. ধানের পাশাপাশি গম, সরিষা, আলু, পেঁয়াজ, রসুন সহ আম, লিচু ব্যাপকভাবে উৎপাদিত হচ্ছে এবং রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের চাহিদা পূরনে বিশেষ অবদান রাখছে।

৬. এ উপজেলায় উঁচু বরেন্দ্র ভূমিতে  (এইজেড ২৬) বর্তমানে সেচের আওতায় আনার ফলে ফসল উৎপাদন বেড়ে চলেছে।

৭. জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ করা হয়েছে।

৮. ভূ-গর্ভস্থ পানির ব্যবহার হ্রাসের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হয়েছে।
৯. অত্র দপ্তরে চলমান বিভিন্ন প্রকল্পের মাধ্যমে উন্নত মানের বীজ উৎপাদন সহ অন্যান্য প্রযুক্তি আয়ত্ব করণের মাধ্যমে খাদ্য উৎপাদন দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

১০. অনাবাদি জমিতে চাষের আওতায় নিয়ে আসা উদ্যোগ গ্রহণ।

১১. সাথী ফসল হিসেবে আম বাগানে মিষ্টিকুমড়া চাষ সম্প্রসারণ।